SSC 2022 || অনলাইন MCQ ফাইনাল মডেল টেস্ট || চুরান্ত প্রস্তুত
সম্পূর্ণ অনলাইনভিত্তিক || বিজ্ঞান বিভাগ || বাংলা ভার্সন || শুরুঃ ২০-০৩-২০২২
এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো তোমাকে পড়ালেখাই নিয়মিত হতে এবং প্রস্তুতি যাচাই করতে অনেক বেশি উৎসাহিত করবে যা পরীক্ষাই ভালো ফলাফল করার জন্য সর্বাধিক প্রয়োজনীয়
নিম্নোক্ত ৭টি বিষয়ে ফাইনাল এক্সাম নেয়া হচ্ছেঃ
- বাংলা ১ম পত্র
- বাংলা ২য় পত্র
- গণিত
- উচ্চতর গণিত
- জীববিজ্ঞান
- পদার্থবিজ্ঞান ও
- রসায়ন
মডেল টেস্টের প্রশ্নপত্রের ধরণঃ
- প্রতিটি এক্সামে মোট ৫০টি MCQ প্রশ্ন থাকবে।
- ৫০টি প্রশ্নের জন্য পূর্ণমানঃ ৫০
- নির্ধারিত সময়ঃ ৫০ মিনিট।
- অর্থাৎ প্রশ্নপত্র ওপেন করার পর থেকে টাইমার চালু হবে এবং ৫০ মিনিট সময় পাওয়া যাবে উত্তর করার জন্য।
যেকোনো সময় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করা যাবে।
মডেল টেস্টে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন পদ্ধতি ও ফিঃ
- রেজিষ্ট্রেশন ফিঃ ফাইনাল মডেল টেস্টের রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা।
- রেজিষ্ট্রশন ফর্ম পুরন করতে এখানে ক্লিক কর>>
- সফলভাবে রেজিষ্ট্রেশন ফর্ম পুরনের পর বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
- ফি প্রদানঃ 01306034751(Bkash Personal) নাম্বারে ৩০০ টাকা বিকাশে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে ট্রানজেকশন আইডি সংগ্রহ কর।ট্রানজেকশন আইডি রেজিষ্ট্রশন কনফার্মেশনের জন্য প্রয়োজন হবে।
- রেজিষ্ট্রেশন কনফার্মেশনের জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা 01306034751 নাম্বারে যোগাযগ কর।
- বিদ্রঃ নিয়মিত মডেল টেস্ট চলছে, যেকোনো সময় রেজিষ্ট্রশন সম্পন্ন করে অংশগ্রহণ করা যাবে।
- অতিরিক্ত জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ দাও অথবা কল কর 01306034751 নাম্বারে।
মডেল টেস্টে অংশগ্রহণের পদ্ধতিঃ
- রেজিষ্ট্রেশন এপ্রুভ হলে রুটিন অনুযায়ী যেদিন যেই এক্সাম থাকবে সেদিন সেই এক্সামে অংশগ্রহণ করা যাবে।
- নিচের লিংকে ভিজিট করে রেজিষ্ট্রেশনের সময় দেয়া ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে।
- নিয়মিত পরীক্ষার লিংকঃ www.studyroom4u.com/ssc2022
- রুটিন অনুযায়ী নিয়মিত রাত ০৯ঃ০০ টায় প্রশ্নপত্র প্রকাশিত হবে এবং একইদিন রাত ১১ টার মধ্যে যেকোনো সময় একজন শিক্ষার্থী একবার মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে।
- প্রতিদিনের পরীক্ষার লিংক প্রতিদিন প্রশ্নপত্র প্রকাশিত হলে আমাদের ফেসবুক পেজ,গ্রুপ এবং SMS এর মাধ্যমে দেয়া হবে।
- অনলাইনেই উত্তর সিলেক্ট করে সাবমিট করার অপশন থাকবে।
- মডেল টেস্টে অংশগ্রনের সাথে সাথেই তুমি তোমার প্রাপ্ত নম্বর দেখতে পাবে।
- একইদিন রাত ১১:৩০ টার পর থেকে পরবর্তী ১০দিন পর্যন্ত উক্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখা যাবে এবং অনলাইনে অনুশীলন করা যাবে। এক্ষেত্রে মডেল টেস্টটি পূনরায় সাবমিট করে সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পাবে।
- প্রতিটি পরীক্ষাই প্রথম চেষ্টায় তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমার মেধাক্রম তৈরি হবে ।
- মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো জিজ্ঞসাই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ করো অথবা কল করো 01306034741 নাম্বারে।
মেধাক্রম তৈরি ও ফলাফল প্রকাশঃ
- প্রতিটি মডেল টেস্টে তোমাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ম , ২য় ও ৩য় স্থান নির্ধারিত হবে ।
- তোমরা যারা ১ম , ২য় ও ৩য় স্থান অধিকার করবে তোমাদের নাম ও স্কুলের নাম সহ পরবর্তী দিন এই ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত হবে ।
বিদ্রঃ মেধাক্রম প্রকাশ করা হয় শুধুমাত্র তোমাদেরকে উৎসাহ প্রদানের জন্য।
শুভেচ্ছা উপহারঃ
15 Days Study Challenge
- ফাইনাল মডেল টেস্টের রুটিন-C এ ৭টি এক্সাম আছে।(C-1 থেকে C-7)
- এই চ্যালেঞ্জে টার্গেট হিসেবে এই রুটিনের ৭টি এক্সামের ৭টিতেই তোমরা যারা ৮০% নম্বর পাবে তারা হবে এই রুটিনের #15_Days_Study_Challenge_Winner
- রুটিনের ৭টি এক্সাম শেষে এই চ্যালেঞ্জের বিজয়ীদের নাম ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ আমাদের ওয়েবসাইট , ফেসবুক পেজ ও গ্রুপে প্রকাশিত হবে।
- শুভেচ্ছা উপহারঃ এই চ্যালেঞ্জের বিজয়ী প্রত্যেক শিক্ষার্থী পাবে ৫০টাকা মোবাইল রিচার্জ।
- এই চ্যালেঞ্জ তোমাদেরকে নিয়মিত পড়ালেখা ও প্রস্তুতি নিতে আরো বেশি উৎসাহিত করবে।
যেকোনো সময় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করা যাবে।
কেনো তুমি নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করবে ??
- মডেল টেস্টে অংশগ্রহণের জন্য তোমাকে নিয়মিত পড়ালেখা করতে হবে যার ফলে তুমি পড়ালেখাই নিয়মিত হতে পারবে।
- ঘরে বসেই দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে নিয়মিত উৎসাহ নিয়ে মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে।
- এসএসসি পরীক্ষা পর্যন্ত নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি যাচাই করতে পারবে।
- নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণের মধ্যদিয়ে মূল বইয়ের ব্যাসিক বিষয়গুলো সম্পর্কে তুমি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে।
- কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে studyroom4u.com এর টিম মেম্বারদের থেকে বুঝে নিতে পারবে।
- প্রতিটি মডেল টেস্টের সকল প্রশ্ন তোমাদের পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ হবে।
যেকোনো সময় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করা যাবে।
মডেল টেস্টের রুটিন
২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী

পরবর্তী রুটিন প্রকাশিত হবে ২৪-০৪-২০২২ তারিখ।রুটিন অনুযায়ী নিয়মিত রাত ০৯:০০ টায় প্রশ্নপত্র প্রকাশিত হবে এবং একইদিন রাত ১১ টার মধ্যে যেকোনো সময় একজন শিক্ষার্থী একবার মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে।
মডেল টেস্টগুলো পরিচালনা সহ তোমাদেরকে সার্বিক সহযোগিতা করবেনঃ
শাহাদত হোসেন
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
শারমিন সুলতানা শোভা
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
আল-হেলাল
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
ইফফাত আরা তালিন
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
বিএসএসি ইঞ্জিঃ(৩য় বর্ষ )
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ,
খুলনা বিশ্ববিদ্যালয় , খুলনা-৯২০৮
studyroom4u.com এর টিমমেম্বারদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ দাও।