NCTB-কর্তৃক প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হওয়াই এসএসসি অনলাইন মডেল টেস্টের রুটিন-G এর পরিক্ষাগুলো স্থগিত করা হচ্ছে (আজকের পরীক্ষা সহ)। নতুন পাঠ্যসূচি অনুযায়ী আগামী ০১/০২/২০২১ তারিখ থেকে নতুন রুটিনে মডেল টেস্ট শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে আগামী জুন মাসে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে , সুতরাং পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী ৩১শে মে পর্যন্ত ৪ মাস ( ফেব্রুয়ারি , মার্চ , এপ্রিল ও মে ) সময় রয়েছে।

এই ৪ মাসে মোট ৬০ টি পরীক্ষা নেয়া হবে, এই ৬০ টি পরীক্ষা মধ্যে ১ম ২ মাসে ( ফেব্রুয়ারি ও মার্চ ) ৩০ টি হবে কয়েকটি অধ্যায় সমন্বিত পরীক্ষা এবং পরবর্তী ২ মাস (এপ্রিল ও মে ) হবে বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা ( সম্পূর্ণ বইয়ের উপর )।

ইতিমধ্যেই রেজিষ্ট্রেশনকৃ মাসিক ফি প্রদানকারী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ ৬০টি পরীক্ষার জন্য ২০০ টাকা ছাড়ে মোট ফি ৭০০ টকা। অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যেই মাসিক ফি প্রদান সাপেক্ষে মডেল টেস্টে অংশগ্রহণ করো তোমাদেরকে এই ৬০ টি পরীক্ষার জন্য মোট ৭০০ টাকা দিতে হবে। কিন্তু তোমাদের যাদের মাস পূর্ণ হয়নি তোমাদের মাস পূর্ণ হতে যতদিন বাকি আছে সেই অনুযায়ী কিছু কিছু টাকা কম নেয়া হবে। এসংক্রান্ত তথ্যের জন্য তোমরা সকলেই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ দিতে পারো অথবা, আমাদের সাথে সরাসরি 01306034751 নাম্বারে যোগাযোগ করতে পারো।
বিদ্রঃ মাসিক ফি প্রদানকারী শিক্ষার্থীদের মধ্যে যদি কারো একসাথে ৭০০ টাকা ফি দিতে সমস্যা থাকে তাহলে সে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাসিক হিসেবেই ফি দিতে পারবে।