Click Here to Register (Free)

পরবর্তী মডেল টেস্ট ও ফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ (বিজ্ঞান বিভাগ)

NCTB-কর্তৃক প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হওয়াই এসএসসি অনলাইন মডেল টেস্টের রুটিন-G এর পরিক্ষাগুলো স্থগিত করা হচ্ছে (আজকের পরীক্ষা সহ)। নতুন পাঠ্যসূচি অনুযায়ী আগামী ০১/০২/২০২১ তারিখ থেকে নতুন রুটিনে মডেল টেস্ট শুরু হবে।
👉পরবর্তী মডেল টেস্টগুলো যেভাবে নেয়ার পরিকল্পনা করা হয়েছে>>
🔘 শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে আগামী জুন মাসে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে , সুতরাং পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী ৩১শে মে পর্যন্ত ৪ মাস ( ফেব্রুয়ারি , মার্চ , এপ্রিল ও মে ) সময় রয়েছে।
🔘এই ৪ মাসে মোট ৬০ টি পরীক্ষা নেয়া হবে, এই ৬০ টি পরীক্ষা মধ্যে ১ম ২ মাসে ( ফেব্রুয়ারি ও মার্চ ) ৩০ টি হবে কয়েকটি অধ্যায় সমন্বিত পরীক্ষা এবং পরবর্তী ২ মাস (এপ্রিল ও মে ) হবে বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা ( সম্পূর্ণ বইয়ের উপর )।
🔘পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী প্রথম দুই মাসের ( ফেব্রুয়ারি ও মার্চ ) অধ্যায়ভিত্তিক সমন্বিত পরিক্ষাগুলো যেভাবে নেয়ার পরিকল্পনা করা হয়েছে তা ছবিতে যুক্ত করা হয়েছে।
🔘 পরবর্তী মডেল টেস্টগুলো নিয়ে তোমাদের কারো মতামত থাকলে আমাদেরকে ইনবক্সে অথবা নিচে কমেন্টে জানাতে পারো।
👉 মডেল টেস্টের ফিঃ
☑নতুন রেজিষ্ট্রেশনের ক্ষেত্রেঃ ৬০ টি পরীক্ষার জন্য সর্বমোট ফি ৯০০ টাকা । আগামী ১০/০২/২০২১ তারিখ পর্যন্ত নতুন রেজিষ্ট্রেশনে ১০০ টাকা ছাড়ে মোট ৮০০ টাকাই রেজিষ্ট্রেশন করা যাবে।
☑ইতিমধ্যেই রেজিষ্ট্রেশনকৃ মাসিক ফি প্রদানকারী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ ৬০টি পরীক্ষার জন্য ২০০ টাকা ছাড়ে মোট ফি ৭০০ টকা। অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যেই মাসিক ফি প্রদান সাপেক্ষে মডেল টেস্টে অংশগ্রহণ করো তোমাদেরকে এই ৬০ টি পরীক্ষার জন্য মোট ৭০০ টাকা দিতে হবে। কিন্তু তোমাদের যাদের মাস পূর্ণ হয়নি তোমাদের মাস পূর্ণ হতে যতদিন বাকি আছে সেই অনুযায়ী কিছু কিছু টাকা কম নেয়া হবে। এসংক্রান্ত তথ্যের জন্য তোমরা সকলেই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ দিতে পারো অথবা, আমাদের সাথে সরাসরি 01306034751 নাম্বারে যোগাযোগ করতে পারো।
বিদ্রঃ মাসিক ফি প্রদানকারী শিক্ষার্থীদের মধ্যে যদি কারো একসাথে ৭০০ টাকা ফি দিতে সমস্যা থাকে তাহলে সে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাসিক হিসেবেই ফি দিতে পারবে।
👉বিদ্রঃ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভগের শিক্ষার্থীদের জন্য নতুন রেজিষ্ট্রেশন বন্ধ করা হবে।
👉এসএসসি পরিক্ষা-২০২১ এর যেসকল শিক্ষার্থী এই ৬০টি পরীক্ষাই অংশগ্রহণে ইচ্ছুক তোমরা রেজিষ্ট্রেশনের জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারো।
ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *