Click Here to Register (Free)

ভার্সিটি ক ও গুচ্ছ ভর্তি প্রস্তুতি || অনলাইন MCQ মডেল টেস্ট ২০২৪

সম্পূর্ণ অনলাইনভিত্তিক || বিজ্ঞান বিভাগ || বাংলা ভার্সন

গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪ পর্যন্ত নিয়মিত চলবে

এই প্রতিযোগিতামূলক মডেল টেস্টগুলো তোমাকে নিয়মিত অনুশীলন ও প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে, যা ভর্তি পরীক্ষাই ভালো ফলাফল করার জন্য সর্বাধিক প্রয়োজনীয় 😍
সাপ্তাহিক টার্গেট

প্রতি সপ্তাহে দুইটি নির্দিষ্ট সাবজেক্টের কিছু টপিক সাপ্তাহিক চ্যালেঞ্জ হিসেবে সেট করা হবে।

ডেইলি চ্যালেঞ্জ

টার্গেট টপিক ছয় ভাগে বিভক্ত করে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন একেকভাগ থাকবে ডেইলি চ্যালেঞ্জে।

ডেইলি মডেল টেস্ট

ডেইলি চ্যালেঞ্জের টপিক অনুযায়ী নিয়মিত চলবে মডেল টেস্ট।

রিটেকের ব্যবস্থা

প্রথমবার ভালো ফলাফল করতে না পারলে পরবর্তীতে আরো দুইবার রিটেক দেয়া যাবে।

সাপ্তাহিক কনটেস্ট

সপ্তাহের শেষদিন শুক্রবার অনুষ্ঠিত হবে সম্পূর্ণ টপিকে সাপ্তাহিক কনটেস্ট। 

মেধাক্রম

মডেল টেস্টে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর, রিটেকের সংখ্যা ও সাবমিশন টাইমের  ভিত্তিতে মেধাক্রম প্রকাশিত হবে। 

টার্গেট কমপ্লিট

অভিনন্দন! এইভাবে ডেইলি চ্যালেঞ্জ , সাপ্তাহিক চ্যালেঞ্জ, এবং সাপ্তাহিক কনটেস্টের মাধ্যমে ৪টি বিষয়ের প্রত্যেকটি টপিকের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। 

অধ্যায়ভিত্তিক প্রস্তুতি শেষে অনুষ্ঠিত হবে ৮টি পেপার ফাইনাল , ৪টি সাবজেক্ট ফাইনাল ও ভর্তি পরীক্ষার অনুরুপ ১০টি পূর্নাঙ্গ মডেল টেস্ট

বিজ্ঞান বিভাগের ৪টি বিষয়ে মডেল টেস্ট অনুষ্ঠিত হবেঃ
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • উচ্চতর গণিত,
  • জীববিজ্ঞান
  • ডেইলি চ্যালেঞ্জ , সাপ্তাহিক চ্যালেঞ্জ, এবং সাপ্তাহিক কনটেস্টের মাধ্যমে ৪টি বিষয়ের প্রত্যেকটি টপিকের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। 

মডেল টেস্টের ধরণঃ

  • প্রতি সপ্তাহে দুইটি নির্দিষ্ট সাবজেক্টের কিছু টপিক সাপ্তাহিক চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
  • টার্গেট টপিক ছয় ভাগে বিভক্ত করে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন একেকভাগ থাকবে ডেইলি চ্যালেঞ্জে।
  • সপ্তাহের শেষদিন শুক্রবার অনুষ্ঠিত হবে সম্পূর্ণ টপিকে সাপ্তাহিক কনটেস্ট। 
  • প্রতিটি ডেইলি চ্যালেঞ্জে থাকবে মোট ১০টি MCQ প্রশ্ন।
  • প্রতিটি সাপ্তাহিক কনটেস্টে থাকবে মোট ৪০টি MCQ প্রশ্ন।

মডেল টেস্টে অংশগ্রহণের পদ্ধতিঃ

  • ইতিপূর্বে এই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে না থাকলে প্রথমে তোমার সঠিক তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করো। রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করো
  • রেজিষ্ট্রেশন এপ্রুভ হলে এই ওয়েবসাইটে ভিজিট করে রেজিষ্ট্রেশনের সময় দেয়া ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে মডেল টেস্টে অংশগ্রহণ করা যাবে।
  • প্রতিটি মডেল টেস্টের লিংক ও ফলাফল আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ এনাউন্সমেন্ট গ্রুপে দেয়া হবে। 
  • ডেইলি চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত যেকোনো সময় অংশগ্রহণ করা যাবে এবং সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করা যাবে।
  • সাপ্তাহিক কনটেস্টের ক্ষেত্রে শুক্রবার রাত ৯টা থেকে রাত ১০টার মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ ১বার অংশগ্রহণ করা যাবে।
  • পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল ও পূর্নাঙ্গ মডেল টেস্টের সময় পরবর্তীতে নির্ধারন করা হবে। 
  • অনলাইনেই উত্তর সিলেক্ট করে সাবমিট করার অপশন থাকবে।
  • প্রতিটি মডেল টেস্টের সমাধান পরবর্তীদিন প্রকাশিত হবে। 
  • মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো জিজ্ঞসাই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ করো ।

মেধাক্রম তৈরি ও ফলাফল প্রকাশঃ

  • ডেইলি চ্যালেঞ্জে প্রত্যেকের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর, তার রিটেকের সংখ্যা ও সাবমিশন টাইমের  ভিত্তিতে মেধাক্রম তৈরি হবে। উদাহরনঃ দুইজন শিক্ষার্থী উভয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯ হলে, যে শিক্ষার্থীর রিটেক সংখ্যা কম হবে তার পজিশন আগে হবে। যদি দুইজনেরই রিটেক সংখ্যা সমান হয় তাহলে যে আগে অংশগ্রহন করবে তার পজিশন আগে হবে। 
  • সাপ্তাহিক চ্যালেঞ্জে প্রত্যেকের প্রাপ্ত নম্বর ও সাবমিশন টাইমের উপর মেধাক্রম তৈরি হবে। উদাহরনঃ দুইজন শিক্ষার্থী উভয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯ হলে,যে আগে অংশগ্রহন করবে তার পজিশন আগে হবে। (সাপ্তাহিক চ্যালেঞ্জে রিটেক দেয়ার অপশন থাকবেনা)
  • সাপ্তাহিক কনটেস্টে তোমরা যারা ১ম , ২য় ও ৩য় স্থান অধিকার করবে তোমাদের নাম ও স্কুলের নাম সহ পরবর্তীতে এই ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত হবে ।😍

বিদ্রঃ মেধাক্রম প্রকাশ করা হয় শুধুমাত্র তোমাদেরকে উৎসাহ প্রদানের জন্য।

মডেল টেস্টের ফিঃ

  • রেজিষ্ট্রেশন ফি ৮০০টাকা।
  • গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। 
  • বিকাশের মাধ্যমে ফি প্রদান করা যাবে। 

মডেল টেস্টের রুটিন (A2)

পরবর্তী সপ্তাহের রুটিন প্রকাশিত হবে ২০-০৯-২০২৪ তারিখ। 

মডেল নং তারিখ বিষয় টপিক
A2M1
১৫-০৯-২০২৪
রসায়ন ১ম পত্র
২য় অধ্যায় ( রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেক্ট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি )
A2M2
১৬-০৯-২০২৪
উচ্চতর গণিত ১ম পত্র
১ম অধ্যায় ( ম্যাট্রিক্স )
A2M3
১৭-০৯-২০২৪
রসায়ন ১ম পত্র
২য় অধ্যায় ( আউফবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি, তড়িৎ চুম্বকীয় বর্ণালি, রেখা বর্ণালির সাহায্যে মৌল শনাক্তকরণ )
A2M4
১৮-০৯-২০২৪
উচ্চতর গণিত ১ম পত্র
১ম অধ্যায় ( নির্ণায়ক )
A2M5
১৯-০৯-২০২৪
রসায়ন ১ম পত্র
২য় অধ্যায় ( বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালি, জাল পাসপোর্ট/টাকা শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার, দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা গুণফল )
Contest-2
২০-০৯-২০২৪
এই রুটিনের সমস্ত সিলেবাস

মডেল টেস্টের বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স কর আমাদের ফেসবুক পেজে অথবা +8801906-27516 (WhatsApp) এ ম্যাসেজ করো